দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) ১৪,৮৩০ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ (Covid Death) হারিয়েছেন ৩৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৫১২। দেশে মোট সংক্রমণ ৪ কোটি ৩৯ লক্ষ ২০ হাজার ৪৫১।
দেশে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ১১০ জনের। মোট সংক্রমণের ০.৩৪ শতাংশ সক্রিয় কোভিড রোগী। দেশে সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা কমেছে ৩৩৬৫। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণের হার ৩.৪৮ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৪.৫৩ শতাংশ।
আরও পড়ুন: আয়কর রিটার্ন ফাইল করার সময় এই ভুলগুলি করবেন না
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট ২০২ কোটি ৫ লক্ষ মানুষ কোভিড ভ্যাকসিন নিয়েছেন। দেশে কোভিড থেকে মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ কোটি ৩২ লক্ষ ৪৬ হাজার ৮২৯ জন।