চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে (West Bengal Health Recruitment Board) ফার্মাসিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে।
WBHRB Recruitment 2023: শূন্যপদ-
মোট ৬টি পদের জন্য নিয়োগ হবে।
WBHRB Recruitment 2023: বেতন-
মাসিক বেতন ২৮,৯০০ টাকা।
WBHRB Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা-
রাজ্যের স্বীকৃতিপ্রাপ্ত কোনও বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ এবং ফার্মাসিতে ডিপ্লোমা থাকলেই আবেদনের সুযোগ।
WBHRB Recruitment 2023: বয়স-
আবেদনের জন্য ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে বয়স হতে হবে।
WBHRB Recruitment 2023: নির্বাচন পদ্ধতি-
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ।
WBHRB Recruitment 2023: আবেদন ফি-
আবেদনের জন্য ২১০ টাকা লাগবে। তবে তফশিলি জাতি-উপজাতি এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
WBHRB Recruitment 2023: সময়সীমা-
২৭ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।