এবার রাজ্যের কলেজগুলিতে ক্লার্ক পদে নিয়োগের তৎপরতা শুরু করল উচ্চশিক্ষা দফতর। এই প্রথম রাজ্য কলেজগুলিতে ক্লার্ক পদে নিয়োগ করবে কলেজ সার্ভিস কমিশন। আর তাই নিয়োগের বিধি তৈরি নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য।
WB Clerk Recruitment 2022: পদের নাম
মূলত রাজ্যের কলেজগুলিতে হেড ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, গ্রুপ সি, গ্রুপ ডি পদগুলিতে নিয়োগ হবে।
WB Clerk Recruitment 2022: যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আলাদা আলাদা যোগ্যতা রাখা হয়েছে।
WB Clerk Recruitment 2022: নিয়োগ পদ্ধতি
প্রথম পর্যায় ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় ওয়েমার সিটে হবে। দ্বিতীয় পর্যায়ে ইন্টারভিউ ও অ্যাকাডেমিক স্কোর দেখা হবে। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই প্রার্থী ইন্টারভিউতে ডাক পাবেন। ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ থাকবে ১৫ নম্বর। অ্যাকাডেমিক স্কোরকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।
WB Clerk Recruitment 2022: নিয়োগের স্থান
গোটা রাজ্যের বিভিন্ন কলেজে হবে নিয়োগ।
গত ফেব্রুয়ারিতে রাজ্য উচ্চ শিক্ষা দফতর আইন সংশোধন করে কলেজ সার্ভিস কমিশনকে রাজ্যের কলেজগুলিতে ক্লার্ক পদের নিয়োগের ক্ষমতা দিয়েছে। তারপরই নিয়োগবিধি তৈরির তৎপরতা শুরু করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। ইতিমধ্যে তা প্রস্তুত করেও ফেলেছে উচ্চ শিক্ষা দফতর। দ্রুত তা কলেজ সার্ভিস কমিশনকে পাঠাতে চলেছে দফতর। নিয়োগবিধি চূড়ান্ত হলেই কলেজ সার্ভিস কমিশন রাজ্যের কলেজগুলিতে ক্লার্ক পদে নিয়োগের জন্য (Clerk Recruitment) বিজ্ঞপ্তি দেবে।