চাকরিপ্রার্থীদের সুখবর। ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে। জেনে নিন বিস্তারিত তথ্য।
পদের নাম - ট্রেড অ্যাপ্রেন্টিস
শূন্যপদ - ৮১৫ টি , এর মধ্যে নবাগতদের জন্য রয়েছে ৬০ টি পদ
আবেদনের শেষ তারিখ - ১৬ সেপ্টেম্বর
শিক্ষাগত যোগ্যতা - আইটিআই পাশ অ্যাপ্রেন্টিসরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়স- বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর
ONGC Recruitment: মাধ্যমিক পাশেই ONGC-তে প্রশিক্ষণের সুযোগ, জানুন আবেদন পদ্ধতি
আবেদনের করবেন কীভাবে?
ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.westerncoal.in- এ গিয়ে আবেদন করতে হবে।