ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে নিয়োগ। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কয়লা খনি সংক্রান্ত খনন কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা তাদের আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারেন।
কী কী পদে নিয়োগ
জেনারেল ম্যানেজার (মাইনিং) -৩
মাইনস ম্যানেজার ২
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মাইনিং) ১২
সার্ভেয়ার ৩
ওভারম্যান ৩
মাসিক বেতন
ম্যানেজার পোস্টে বেতন ৮২ হাজার টাকা। বাড়ি ভাড়া ১১,৮০০ টাতা। খনি ভাতা ৫৫০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বেতন ৬৩ হাজার টাকা। বাড়িভাড়া ও খনি ভাতা আলাদা। সার্ভেয়ার ও ওভারম্যানের বেতন ৪১ হাজার টাকা করে।
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বাধিক বয়স সেপ্টেম্বর ২০২৩-এর মধ্যে ৫৮ বছর হতে হবে।
আবেদনের শেষ দিন
এই পদে আবেদন শুরু হবে ১২৫ সেপ্টেম্বর থেকে। আবেদনের শেষ দিন ১৬ অক্টোবর, ২০২৩।
কীভাবে আবেদন
যোগ্য প্রার্থীরা WBPDCL নিয়োগ পোর্টালে অনলাইনে আবেদন করতে পারবেন। লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে।