রাজ্যের চাকরিপ্রার্থীদের (Job) জন্য সুখবর। এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে (west bengal health recruitment) রাজ্যের স্বাস্থ্য দফতরে (Health Department)। অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট, নার্স সহ একাধিক পদের জন্য নিয়োগ করা হবে। শুক্রবার অর্থাৎ ৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
শূন্যপদ
মোট ৬ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে।
বেসিক বিএসসি নার্সিং পদে মোট ২৩০৩ জনকে নিয়োগ করা হবে। পোস্ট বিএসএসি পদে ১৮১জন। এছাড়া মহিলা নার্স পদে ৩১৮৩ জন ও পুরুষ নার্স পদে ৪২৫ জনকে নিয়োগ করা হবে।
অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট পদে মোট ২১ জনকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
স্টাফ নার্স পদে আবেদনের জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও নার্সিং ট্রেনিং স্কুল বা কলেজ থেকে জেনারেল নার্সিং বা বিএসসি (নার্সিং),বেসিক বা পোস্ট বিএসসি (নার্সিং) পাশ হতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ নার্সি কাউন্সিল থেকে অবশ্যই রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।
অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট- এই পদে আবেদনকারীদের স্নাতক হতে হবে। এছাড়াও হসপিটাল ম্যানেজমেন্ট বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। একইসঙ্গে বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী আবেদনকারীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট www.wbhrb.in-এ লগ ইন করে আবেদন করতে পারেন।