একাদশ শ্রেণিতে ভরতির নিয়ম শিথিল করল রাজ্য শিক্ষা দফতর। মাধ্যমিকে ৩৫ শতাংশ নম্বর পেলেই এবছর থেকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা যাবে। বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।
শুক্রবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2022) ফল প্রকাশিত হয়। ওই দিন রাতেই একাদশে ভরতি নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভরতির জন্য মাধ্যমিকে ৩৫ শতাংশ নম্বরই যথেষ্ট। ওই নম্বর পেলে যে কোনও শাখায় ভরতির জন্য আবেদন করা যাবে। উল্লেখ্য, আগে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান (Science Stream) নিয়ে পড়ার জন্য আবেদন করতে হলে পড়ূয়াকে মাধ্যমিকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হত। কিন্তু নতুন নিয়ম অনুসারে ৩৫ শতাংশ নম্বর থাকলেই বিজ্ঞান নিয়ে পড়ার জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা।
Higher Secondary Results 2022: ১০ জুন উচ্চমাধ্যমিকের ফল, সকাল ১১টা থেকেই জানা যাবে ফল
এছাড়া উচ্চ শিক্ষার সুযোগ বাড়াতে স্কুলে একাদশ শ্রেণির আসন সংখ্যাও বাড়ানো হয়েছে। আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে বলে নতুন বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা সংসদ। এতদিন স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিটি বিভাগে গড়ে ২৭৫ টি আসন ছিল। এবার প্রতিটি বিভাগে ১২৫ টি করে আসন বাড়ানো হল।