উচ্চ মাধ্যমিকের(HS 2023) প্রজেক্টে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর জমা দেওয়ার সময়সীমা কিছুটা বাড়ানো হল। সোমবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ(WBCHSE)। সেখানে স্পষ্ট নির্দেশ, চলতি মাসের ৩০ তারিখের মধ্যে প্রজেক্টের নম্বর(HS Project) জমা দিতে হবে। উল্লেখ্য, স্কুলগুলির তরফে এই তালিকা সংসদে জমার কথা ছিল ৯ ডিসেম্বর। এবার একধাক্কায় সেই সময়সীমা বাড়িয়ে করা হল ৩০ ডিসেম্বর।
সোমবার সংসদের এই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজ্যের সমস্ত স্কুল এবং ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই সময়সীমা(Higher Secondary Exam 2023) বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, এই তালিকা জমা দিতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে। পাশাপাশি, এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই জমা দিতে হবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশনের(Registraion of Class 11 Students) তালিকাও।
আরও পড়ুন- Air India Recruitment: উড়ানের স্বপ্ন? নিয়োগ চলছে এয়ার ইন্ডিয়ায়, কবে কোথায় ইন্টারভিউ জানুন
জানা গিয়েছে, আগামী ২৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের রেজিস্ট্রেশন ফর্ম(Registraion of Class 11 Students) পূরণ করে অনলাইনে জমা দিতে পারবে একাদশ শ্রেণির পড়ুয়ারা। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য গুণতে হবে বাড়তি জরিমানা।