রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তিভিত্তিক এই নিয়োগ হবে মালদা জেলার বিভিন্ন ব্লকে। লিখিত এবং ইন্টারভিউ পরীক্ষার মাধ্যমে চলবে এই নিয়োগ প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ ১৬ নভেম্বর।
অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট এবং ইম্যুনাইজেশন ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৬টি শূন্যপদ রয়েছে।
মোট ৪টি শূন্যপদ রয়েছে। এই পদের জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। একই সঙ্গে প্যারা মেডিক্যাল কোর্স থাকা বাধ্যতামূলক।
এই পদে যোগ্য প্রার্থীদের মাসে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে।
মোট ২ টি শূন্যপদ রয়েছে। এই পদে আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হওয়ার সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
কাজের ভিত্তিতে দৈনিক ৫৫০ টাকা ভাতা দেওয়া হবে।
অসংরক্ষিত প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। সংরক্ষিতদের জন্য ৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
স্বাস্থ্যদফতরের ওয়েবসাইট (www.malda.gov.in) থেকে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় নথি-সহ তা পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
Office Of The Secretary, District Health and Family Welfare Samity and Chief Medical Officer Of Health, Malda, Jhaljhalia, Malda: 732101 এই ঠিকানায়।