সিভিল সার্ভিস পরীক্ষা ২০২১-এর ফল ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC Civil service exam results) । এবারের পরীক্ষায় জয়জয়কার মেয়েদের । প্রথম তিনটি স্থান মেয়েদের দখলে । প্রথম স্থান অধিকার করেছেন শ্রুতি শর্মা (Shruti Sharma) ।
শ্রুতি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী । অন্যদিকে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে অঙ্কিতা আগরওয়াল ও গামিনী সিঙ্গলা । পরিসংখ্যান বলছে, এবারের পরীক্ষায় ভাল ফল করেছে মেয়েরা ।
আরও পড়ুন, Madhyamik 2022 : মাধ্যমিকের উত্তরপত্রে অশ্রাব্য গালিগালাজ, অভিভাবকদের ডেকে দেখাল পর্ষদ
UPSC সিএসই ২০২১-এর চূড়ান্ত ফলাফলে মোট ৬৮৫ জন প্রার্থীকে চূড়ান্ত তালিকায় বেছে নেওয়া হয়েছে । যাঁরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট, upsc.gov.in-এ গিয়ে ফলাফল দেখতে পারবেন । UPSC-র সিভিল সার্ভিস পরীক্ষা ২০২১-এ নিয়োগের মাধ্যমে IAS, IFS, IPS, গ্রুপ এ এবং গ্রুপ বি-র ৭৪৯ টি পদ পূরণ করা হবে ।
একনজরে চূড়ান্ত তালিকা
প্রথম স্থান - শ্রুতি শর্মা
দ্বিতীয় স্থান- অঙ্কিতা আগরওয়াল
তৃতীয় স্থান - গামিনী সিঙ্গলা
চতুর্থ স্থান - ঐশ্বর্য ভার্মা
পঞ্চম স্থান - উত্তর্ক দ্বিবেদী
ষষ্ঠ স্থান - যক্ষ চৌধুরী
সপ্তম স্থান - সম্যক এস জৈন
অষ্টম স্থান - ইশিতা রাঠি
নবম স্থান - প্রীতম কুমার
দশম স্থান - হরকিরাত সিং রনধাওয়া