প্রকাশিত হল ইউজিসি(UGC) ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের(NET) ফলাফল। ইউজিসির(UGC) অফিশিয়াল ওয়েবসাইটেই প্রকাশিত বহু প্রতীক্ষিত নেটের রেজাল্ট। পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন ugcnet.nic.in-এ গিয়ে।
কোভিড(Covid-19) অতিমারির কারণে ২০২০ সালের ডিসেম্বরে এই পরীক্ষার আয়োজন করা যায়নি। ২০২০ সালের ডিসেম্বর এবং ২০২১ সালের জুনের পরীক্ষা একসঙ্গে ২০২১ সালের ২০ নভেম্বর থেকে ২০২২ সালের ৫ জানুয়ারির মধ্যে আয়োজন করে ইউজিসি(UGC)। দেশের মোট ২৩৯টি শহরের ৮৩৭টি কেন্দ্রে মোট ৮১টি বিষয়ে নেওয়া হয় এই পরীক্ষা।
আরও পড়ুন- SSC CHSL Notification 2022: আকর্ষণীয় বেতনে প্রায় ৮০০০ শূন্যপদে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার
ভারতের(India) যে কোনও কলেজ-বিশ্ববিদ্যালয়ে(College-University) সহকারি অধ্যাপক জুনিয়র রিসার্চ ফেলোশিপ(JRF) এর জন্য ভারতীয় পড়ুয়াদের যোগ্যতা নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ইউজিসি নেট(UGC NET)। ন্যাশনাল টেস্টিং এজেন্সির(NTA) তরফে নেওয়া হয় এই পরীক্ষা।