রূপান্তরকামীদের কাজের সুযোগ দিচ্ছে টাটা স্টিল। রবিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ কতা হয়েছে এই মর্মে। তাতে জানানো হয়েছে, ন্যূনতম মাধ্যমিক পাসেই রূপান্তরকামীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ এছাড়াও ITI, স্নাতক, BTech ডিগ্রি থাকলেও, অনায়াসে আবেদন করা যাবে।
Supreme Court: হাইকোর্ট থেকে সরল মেডিক্যাল কলেজে ভর্তি দুর্নীতি মামলা, শুনানি হবে সুপ্রিম কোর্টে
প্রার্থীদের বয়স হতে হবে, ১৮ থেকে ২৮ এর মধ্যে। তবে রূপান্তরকামীর লিঙ্গপরিচয়ের প্রামাণ্য নথি থাকা বাধ্যতামূলক। নির্বাচিত প্রার্থীদের ১ বছরের প্রশিক্ষণের পরেই নিয়োগ করা হবে। আবেদন করতে হবে টাটা স্টিলের অফিশিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ দিন ১৫ ফেব্রুয়ারী।