দেশজুড়ে কর্মসংস্থানের অভাব। কিন্তু এর মাঝেই চাকরির দারুণ সুযোগ। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার(SAI) তরফে প্রকাশিত করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। যাঁরা খেলাধুলোর সঙ্গে যুক্ত, তাঁদের কোচ বা প্রশিক্ষক পদে নিয়োগ করা হবে বলেই খবর। তিন বছরের চুক্তিতে শূন্যপদগুলিতে নিয়োগ হলেও পরে স্থায়ী চাকরির কথা জানানো হয়েছে।
SAI Recruitment 2022: শূন্যপদ-
অ্যাথলেটিক্স, সাইকেলিং, ফুটবল, ওয়েটলিফ্টিং মিলিয়ে মোট ৪টি শূন্য়পদ রয়েছে।
SAI Recruitment 2022: যোগ্যতা-
দেশের যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। অলিম্পিক বা আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় অংশ নিলে তা বাড়তি যোগ্যতা হিসেবেই গণ্য হবে।
SAI Recruitment 2022: বেতন-
বেতন হিসেবে ৩৫,৪০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত পেতে পারেন চাকরিপ্রার্থীরা।
SAI Recruitment 2022: নিয়োগ প্রক্রিয়া-
ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ।
SAI Recruitment 2022: আবেদনের সময়সীমা
আগামী ২৩ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত করা যাবে আবেদন।