রাজ্যের পড়ুয়াদের(Students) জন্য আরও একটি নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। সোমবার সাংবাদিক বৈঠকে মমতা জানান, কেবল রাজ্যে বসবাসকারী পড়ুয়াদের জন্য আনা হয়েছে নতুন একটি প্রকল্প। নতুন এই 'স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম ২০২২'(Students Internship Scheme 2022) নামক প্রকল্পটিতে সুযোগ পাবেন স্নাতক, পলিটেকনিক অথবা সমতল যোগ্যতার অধিকারী পড়ুয়ারা।
সরকারি এই ইন্টার্নশিপ(Internship) ব্যবস্থায় এক বছরের ইন্টার্নশিপ করার সুযোগ থাকছে বাংলার পড়ুয়াদের। প্রতিবছর ছয় হাজার ছাত্র-ছাত্রী(Students) এই সুযোগ পাবেন, জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। বেকারত্ব(Unemployment) কমাতে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে যথেষ্ট খুশি রাজ্যের পড়ুয়ারা।
আরও পড়ুন- School reopens in Bengal: ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে রাজ্যের স্কুল-কলেজ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী জানান, ৬০ শতাংশ নম্বর পেয়ে যাঁরা পাস করেছেন এবং যাঁদের বয়স ৪০ বছরের মধ্যে, তাঁরা এই ইন্টার্নশিপের(Internship) জন্য সুযোগ পাবেন। এর জন্য পড়ুয়াদের আবেদন করতে হবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে পড়ুয়াদের দেওয়া হবে প্রশিক্ষণ(Training)। কীভাবে সরকারি প্রকল্পের রূপায়ণ হয়, কীভাবে নিজেদের তৈরি করবেন; সে সম্পর্কে যাবতীয় প্রশিক্ষণ পাবেন তাঁরা। এই কাজের জন্য মাসিক ৫ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে ইন্টার্নদের(Interns)।