ব্যাঙ্কে চাকরি প্রতিটা ছেলেমেয়ের কাছেই স্বপ্নের মতো। আর সেটা যদি হয় SBI এর মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে, তাহলে তো আপনার ভবিষ্যৎ সুরক্ষিত। SBI ব্যাঙ্কে শুরু হয়েছে নিয়োগ। সার্কেল বেসড অফিসার বা সিবিও পোস্টের জন্য নিয়োগ শুরু হয়েছে। sbi.co.in এই চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য মিলবে, ১৪২২ টি শূন্যপদে হবে নিয়োগ। আগামী ৭ই নভেম্বর আবেদনের শেষ দিন।
৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে, নভেম্বর ডিসেম্বরের মধ্যে কল লেটার দেওয়া হবে। শেই ফর্ম ডাউনলোড করে নিতে হবে ৪ ডিসেম্বর পরীক্ষা হবে।
শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কস্ট অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ডিগ্রি থাকলে তারাও আবেদনের সুযোগ পাবেন।
জেনারেল এবং ওবিসিদের জন্য আবেদন মূল্য ৭৫০ টাকা। তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের কোনও আবেদন মূল্য লাগবে না।
sbi.co.in এর ওয়েবসাইটে কেরিয়ার অপশনে গিয়ে সমস্ত তথ্য দেখে আবেদন করতে হবে।