স্টাফ সিলেকশন কমিশনে বিভিন্ন দফতরে কর্মী নিয়োগ করবে। মোট ৩০৭টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে SSC। দেশের যে কোনও প্রান্ত থেকে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। কীভাবে আবেদন, কত টাকা বেতন হবে, বিশদে জেনে নিন।
পদ
জুনিয়র অ্যান্ড সিনিয়র ট্রান্সলেশন অফিসার
শূন্যপদ
এই পোস্টের জন্য ৩০৭টি শূন্যপদের বিজ্ঞপ্তি দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন। জেনারেল ক্যাটাগরির জন্য শূন্যপদ ৩৮টি।
শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র ট্রান্সলেটর পদে ইংরেজি-সহ যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও ডিগ্রি স্তরে বাধ্যতামূলকভাবে হিন্দি থাকলে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। অথবা ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
এই পদে আবেদনের ন্যূনতম বয়স ১৮ বছর। সর্বাধিক বয়স ৩০ বছর। সংরক্ষিত বা বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
মাসিক বেতন
জুনিয়র ট্রান্সলেটর পদে ন্যূনতম মাসিক বেতন ৩৫,৪০০ টাকা। সর্বাধিক বেতন ১,১২,৪০০ টাকা। সিনিয়র ট্রান্সলেটর পদে সপ্তম পে স্কেল অনুযায়ী ন্যূনতম বেতন ৪৪,৯০০ টাকা। সর্বাধিক বেতন ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা।
কীভাবে আবেদন
অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা। SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে আবেদন করা যাবে। প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। শংসাপত্র ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে পারেন।
আবেদন ফি
আবেদনকারী চাকরিপ্রার্থীদের এককালীন ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
কীভাবে নিয়োগ
যোগ্য প্রার্থীদের কম্পিউটার বেসড পরীক্ষা হবে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে বর্ণনামূলক পরীক্ষা করে। পরীক্ষা সংক্রান্ত তথ্য ইমেল বা ফোনে পাবেন আবেদনকারীরা।