কেন্দ্রীয় সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। চলতি বছরের জন্য মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করল স্টাফ সিলেকশন কমিশন। অফিশিয়াল ওয়েবসাইটে পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন।
SSC MTS Exam 2023: পরীক্ষার সময়সূচি-
আগামী ২-১৯ মে এবং ১৩ থেকে ২০ জুন নেওয়া হবে পরীক্ষা।
প্রতিবছর এসএসসি মাল্টি টাস্কিং স্টাফ পরীক্ষায় বসেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। তাঁদের মধ্যে থেকে অনেকেই চাকরি পান। আকর্ষণীয় বেতনের জন্য এই পদের চাহিদাও তুঙ্গে। এর সঙ্গেই যুক্ত হয়েছে কেন্দ্র-রাজ্যের সরকারের ডিএ-এর ফারাক। ফলে এবারও পরীক্ষার্থীদের সংখ্যাটা লক্ষ ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।