SSC CHSL Notification 2022: আকর্ষণীয় বেতনে প্রায় ৮০০০ শূন্যপদে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার

Updated : Feb 07, 2022 19:23
|
Editorji News Desk

কেন্দ্রীয় সরকারের তরফে এবার জারি হয়েছে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সারা দেশে প্রায় ৮০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে হবে নিয়োগ।

পদ এবং বেতনক্রম

লোয়ার ডিভিশন ক্লার্ক/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে মোট বেতন পে লেভেল অনুযায়ী ১৯,৯০০-৬৩,২০০ টাকা।

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে মোট বেতন পে লেভেল অনুযায়ী ২৫,৫০০-৮১,১০০ টাকা।

ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট বেতন পে লেভেল ৪ এবং ৫ অনুযায়ী ‌২৯,২০০-৯২,৩০০ টাকা।

শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা

কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিটির তরফে প্রতি বছরে প্রায় ৬-৮ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হয়। তবে সাম্প্রতিক বিজ্ঞাপনে এখনও শূন্য পদের সংখ্যা প্রকাশ করা হয়নি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮-২৭ বছর (০১/০১/২০২২-এর হিসেবে)। তবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি, আবেদন ফি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন-প্রক্রিয়া। স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৭ মার্চ, ২০২২।

প্রতিটি পদের জন্য আবেদন করতে প্রার্থীদের জমা দিতে হবে ১০০ টাকা। তবে তপশিলি জাতি এবং উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

job applicationGovt of IndiaCareerjob

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি