সশস্ত্র সীমা বলে (SSB) কনস্টেবল পদে চাকরির সুযোগ। মূলত স্পোর্টস কোটার মাধ্যমে হবে নিয়োগ। মোট ৩৯৯টি পদে হবে নিয়োগ। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত করা যাবে আবেদন।
SSB Constable Recruitment 2022: শূন্যপদ-
স্পোর্টস কোটায় ৩৯৯টি পদে হবে নিয়োগ।
SSB Constable Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা-
মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করলেই মিলবে আবেদনের সুযোগ।
SSB Constable Recruitment 2022: বয়স-
১৮ থেকে ২৩ বছরের প্রার্থীরাই এই পদে আবেদনের যোগ্য।
SSB Constable Recruitment 2022: আবেদন ফি-
জেনারেল প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি লাগবে। তবে তফশিলি জাতি-উপজাতি ও মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
SSB Constable Recruitment 2022: বেতন-
মাসিক বেতন মিলবে ২১,৭০০ টাকা থেকে ৬৯, ৭০০ টাকা।
SSB Constable Recruitment 2022: আবেদন প্রক্রিয়া-
ssbrectt.gov.in ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে প্রার্থীকে। এরপর আবেদন ফি জমা দিতে হবে। ফর্ম পূরণ করে পরবর্তী সময়ের জন্য প্রয়োজনীয় নথি কাছে রাখতে ফর্ম ডাউনলোড করতে হবে।