ভারতীয় রেলে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি। দক্ষিণ পূর্ব সেন্ট্রাল রেলওয়েতে কর্মীনিয়োগ করবে রেল। বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল জানিয়েছে, মোট ৫৪৮টি শূন্যপদ আছে। উচ্চমাধ্যমিক পাশ করলেই এই শূন্যপদে আবেদন করা যাবে। ৩ মে থেকে শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩ জুন পর্যন্ত আবেদনপ্রক্রিয়া চলবে। আবেদনকারীরা দক্ষিণ পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
পদের নাম
ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করছে রেল।
মোট শূন্যপদ
মোট ৫৪৮টি পদে কর্মীনিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে এই শূন্যপদে আবেদন করতে হবে।
আবেদনের শেষ দিন
গত ৩ মে থেকে শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ৩ জুন আবেদন জমা দেওয়ার শেষ দিন।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। পাশাপাশি আবেদনকারীদের আইটিআই পাশের সার্টিফিকেটও থাকতে হবে।
বয়সসীমা
আবেদনের সর্বোচ্চ বয়স ২৪ বছর হতে হবে।