আর সেমেস্টার পদ্ধতি নয়, এবার থেকে একটাই পরীক্ষা নেওয়া হবে। এই মর্মে শুক্রবার আইসিএসই কাউন্সিল (ICSE Council) বিজ্ঞপ্তি জারি করে। এর আগে ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্ষেত্রে দুই সেমেস্টারের ভাগ করে নেওয়া হয় বোর্ড পরীক্ষা। কিন্তু চলতি শিক্ষাবর্ষে আর তেমন থাকবে না। আইসিএসই কাউন্সিল আবার পুরনো পদ্ধতিতেই ফিরে যাচ্ছে। ফলে আইসিএসই ও আইএসসি (ICSE-ISC) উভয় ক্ষেত্রেই শিক্ষাবর্ষ শেষে একটি করে পরীক্ষা নেওয়া হবে।
আরও জানা গেছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ নাগাদ এই পরীক্ষা নেওয়া হবে (ICSE-ISC)। শেষবার এমন পূর্ণ পরীক্ষা নেওয়া হয়েছিল ২০১৯ সালে। ২০২০ সালে পরীক্ষা চলাকালীন করোনার(Coronavirus) কারণে লকডাউন হয়ে যাওয়ায় কিছু বিষয়ে পরীক্ষা নেওয়া হয়নি। ২০২১ সালে একই কারণে কোনও পরীক্ষাই নেওয়া যায়নি। তবে ২০২২ সালে করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ায় দুই দফায় এই পরীক্ষা(ICSE-ISC Exam) নেওয়া হয়েছিল।
তবে আগামী বছর থেকে এই সিস্টেম আর থাকছে না। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষের শেষে আইসিএসই ও আইএসসি (ICSE-ISC) উভয় ক্ষেত্রেই একটি পরীক্ষা পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষাগুলি ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।