অ্য়াসিস্ট্যান্ট লোকো পাইলট এবং ট্রেন ম্যানেজার হিসেবে নিয়োগ করবে দক্ষিণ পূর্ব রেলওয়ে। জেনে নিন ওই পদে নিয়োগের বিস্তারিত তথ্য-
পদের নাম-
মোট দুটি পদে নিয়োগ করা হবে। তার মধ্যে একটি অ্য়াসিস্ট্যান্ট লোকো পাইলট এবং ট্রেন ম্যানেজার।
শূন্যপদ-
অ্য়াসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য শূন্যপদ-৮২৭টি
ট্রেন ম্যানেজার (গুডস ট্রেন)- ৩৭৫টি
বেতন-
অ্য়াসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য বেতন ৫২০০ টাকা থেকে ২০ হাজার ২০০ টাকা। তার সঙ্গে গ্রেড পে ১৯০০ টাকা।
ট্রেন ম্যানেজার পদের জন্য বেতন ৫হাজার ২০০ টাকা থেকে ২০ হাজার ২০০টাকা। তার সঙ্গে গ্রেড পে ২৮০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা-
অ্য়াসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে। তার সঙ্গে ITI ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। অথবা পলিটেকনিক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
ট্রেন ম্যানেজার-এই পদের জন্য শুধুমাত্র যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
কীভাবে আবেদন?
অনলাইনে আবেদন করতে হবে। দক্ষিণ পূর্ব রেলওয়ের ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।