ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় রেল। রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্য়ান্ড ইকোনমিক সার্ভিসে নিয়োগ করা হবে। ভারতের যেকোনও রাজ্যের বাসিন্দারা ওই চাকরির জন্য আবেদন করতে পারবেন। জেনে নিন ওই পদ সম্পর্কে বিস্তারিত তথ্য-
পদের নাম- Field Quality Control Engineer
মোট শূন্যপদ- ৮০টি। তার মধ্যে UR- ৩৫টি, OBC- ২১টি এবং SC-১১টি, ST- ৬টি, EWS- ৭টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়রিংয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন- ১৭, ৮৫৩ টাকা।
এছাড়াও Quality Assurance and Control Engineer, Drftsman সহ একাধিক পদে নিয়োগ করা হবে।