ভারতীয় রেলে চাকরির সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ইস্টার্ন রেলওয়ে একাধিক পদের জন্য এই নিয়োগ করবে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন ওই পদগুলির জন্য বিস্তারিত তথ্য-
মোট শূন্যপদ-
মোট শূন্যপদ ৩১১৫টি।
পদের নাম-
অ্য়াপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।
যোগ্যতা-
ওই পদগুলিতে আবেদনের জন্য দশম শ্রেণী পাশ করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিপ্লোমা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ কবে-
ইতিমধ্যে আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ২৩ অক্টোবরের মধ্যে আবেদনপত্র গ্রহণের কাজ শেষ হবে।
কোন ডিভিশনে কতজন নিয়োগ?
হাওড়া ডিভিশন- ৬৫৯টি
লিলুয়া ওয়ার্কশপ- ৬১২টি
শিয়ালদহ ডিভিশন- ৪৪০টি
কাঁচরাপাড়া ওয়ার্কশপ- ১৮৭টি
মালদা ডিভিশন- ১৩৮টি
আসানসোল ডিভিশন- ৪১২টি
জামালপুর ডিভিশন- ৬৬৭টি
বয়সসীমা-
আবেদনকারীদের বয়সসীমা সর্বোচ্চ ২৪ বছর হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া-
নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং তার ভিত্তিতে নিয়োগ করা হবে।