দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) এক্সিকিউটিভ ট্রেইনি (LAW) এর ৪টি পদের জন্য নিয়োগ চলছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ ট্রেইনি (LAW)
শূন্যপদ: ৪ টি
বেতন: ৫৬,১০০ থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: আইনে পূর্ণকালীন স্নাতক হতে হবে
বয়স- বয়স হতে হবে ২৯ এর মধ্যে
আবেদন মূল্য: 300/- টাকা আবেদন মূল্য। SC/ST/PWD/Ex-SM বিভাগ এবং DVC বিভাগীয় প্রার্থীদের আবেদনের জন্য কোনও টাকা লাগবে না।
অনলাইনে আবেদনের শুরুর দিন- ৪ জুলাই ২০২৩
অনলাইন আবেদনের শেষ দিন- ২৩ জুলাই ২০২৩