রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি জারি। এবার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড। সেখানে মেডিক্যাল অফিসারের জন্য (GDMO) একাধিক শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। অনলাইনে নেওয়া হবে আবেদন।
WBHRB Recruitment 2022: শূন্যপদ-
মোট ৭৫০টি পদে নিয়োগ হবে বলেই খবর।
WBHRB Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা-
যে কোনও স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে প্রার্থীদের এমবিবিএস করতে হবে।
WBHRB Recruitment 2022: বয়স-
প্রার্থীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে।
WBHRB Recruitment 2022: বেতন-
মাসিক বেতন মিলবে ১৫,৬০০ টাকা থেকে ৪২,০০০ টাকা।
WBHRB Recruitment 2022: আবেদন ফি-
সাধারণ প্রার্থীদের ২১০ টাকা ফি দিতে হবে। সংরক্ষিতদের কোনও আবেদন ফি লাগবে না।
WBHRB Recruitment 2022: নির্বাচন পদ্ধতি-
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীকে বেছে নেওয়া হবে।
WBHRB Recruitment 2022: তারিখ-
৯ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।