রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। ১০ অগস্ট অবধি এই পদে আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, এবং আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক।
সব মিলিয়ে একটি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশের সঙ্গে কম্পিউটার অ্যাপলিকেশনে সার্টিফিকেট থাকা আবশ্যক। প্রার্থীর বয়স ০১/০১/২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে।
Sanket Sargar:বাবার পানের দোকান, ছেলে রুপো নিয়ে এল দেশের জন্য
মোট শূন্য পদের সংখ্যা একটি। পদটি চুক্তিভিত্তিক। এই পদে মাসিক বেতন ১১ হাজার টাকা ফর্ম ডাউনলোড করে যাবতীয় নথি দিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। আবেদন পাঠাতে হবে ক্রান্তি ব্লক ডেভেলপমেন্ট অফিসে।