রেল কোচ ফ্য়াক্টরিতে অ্য়াপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। মোট ৫৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। জেনে নিন বিস্তারিত...
পদের নাম-
রেল কোচ ফ্যাক্টারিতে অ্য়াপ্রেন্টিস
মোট শূন্যপদ-
৫৫০টি
আবেদনের সময়সীমা-
১১ মার্চ থেকে আবেদন পত্র জমা দেওয়া শুরু হয়েছে। আবেদন করার শেষ সময় ৯ এপ্রিল
ট্রেড-
ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, পেইন্টার, কার্পেন্টার, ইলেক্ট্রিশিয়ান, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এবং রেফ্রিজারেটর মেকানিক
বয়সসীমা-
৩১ মার্চ ২০২৪ এর মধ্যে আবেদনকারীদের বয়সসীমা থাকতে হবে ১৫ বছরের মধ্যে ২৪ বছরের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া-
মাধ্যমিক এবং ITI নম্বরের পাশাপাশি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এগজামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
কীভাবে আবেদন-
pardarsy.railnet.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি-
আবেদনকারীদের ১০০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে। তবে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আবেদন ফি মকুব করা হয়েছে।