নতুন বছরে ফের নতুন চাকরির খবর নিয়ে হাজির এডিটরজি বাংলা(Editorji Bangla Job News)। এবার মেডিকেল কনসালটেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)।
RBI Recruitment 2023: শূন্যপদ-
মোট ১০টি শূন্যপদ রয়েছে বলেই খবর।
RBI Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা-
মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস করা থাকতে হবে প্রার্থীদের। জেনারেল মেডিসিনে(General Medicine) পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেও করা যাবে আবেদন। পাশাপাশি, যে কোনও হাসপাতাল বা ক্লিনিকে প্র্যাকটিসের ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।
RBI Recruitment 2023: বেতন-
প্রতি ঘন্টার জন্য ১০০০ টাকা মিলবে বলেই খবর।
RBI Recruitment 2023: মেয়াদ-
আপাতত ৩ বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে তা বাড়তে পারে বলে খবর।
RBI Recruitment 2023: নির্বাচন পদ্ধতি-
সাক্ষাৎকারের মাধ্যমেই নির্বাচিত হবেন প্রার্থীরা। কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
RBI Recruitment 2023: আবেদন পদ্ধতি-
আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়- Regional Director, Human Resource Management Department, Reserve Bank of India, Rail Head Complex, Jammu-180012
RBI Recruitment 2023: আবেদনের তারিখ-
আবেদনের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি।