ফের চাকরির বিজ্ঞপ্তি। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করল দক্ষিণ রেলওয়ে (Railway Recruitment 2022)। বিভিন্ন স্পোর্টস (sports) ইউটিএ পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা রেলওয়ের অফিসিয়াল (Railway official Website) ওয়েবসাইট rrrcmas.in এ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০২৩ সালের ২ জানুয়ারি।
পদের বিবরণ
নিয়োগ ড্রাইভের অধীনে VII CPC পে ম্যাট্রিক্সের লেভেল ২/৩ এবং ৪/৫ পদে মোট ২১টি জন নিয়োগ করা হবে
যোগ্যতা
লেভেল ২/৩ পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। লেভেল ৪/৫ পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক হতে হবে।
বিশেষ তারিখ
গত ৩ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে ২০২৩ সালে ২ জানুয়ারি পর্যন্ত। তবে, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, লাহোল, জম্মু-কাশ্মীর এবং স্পিতি জেলা এবং হিমাচল প্রদেশের চম্পার জেলার পাঙ্গি সাব ডিভিশন, আন্দামান ও নিকোবর এবং লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ এবং বিদেশে বসবাসকারী প্রার্থীরা জানুয়ারি ১৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন ফি
সংরক্ষিত, প্রাক্তন কর্মচারী এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের আবেদন ফি রাখা হয়েছে ২৫০ টাকা। এবং বাকি সকল প্রার্থীকে ৫০০ টাকা দিতে হবে আবেদন ফি বাবদ।
আরও পড়ুন- পোস্ট অফিসে নিয়োগ, ক্লাস টেন পাস করলেই মিলবে সুযোগ, বেতন ৮০ হাজারের বেশি !
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন
বেতন