রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মাধ্যমিক পাশেই পোস্ট অফিসে লক্ষাধিক কর্মী নিয়োগ। পোস্ট অফিসের গ্রুপ ডি লেভেলের পদে পোস্টম্যান, মেইলগার্ড, এমটিএস পদে কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন-জেনে নিন।
পদ
পোস্টম্যান, মেলগার্ড, এমটিএস
শূন্যপদ
পোস্টম্যান পদে ৫৯,০৯৯জন, মেলগার্ড পদে ১৪৪৫ জন ও এমটিএস পদে ৩,৭৪৪ জনকে নিয়োগ। পশ্চিমবঙ্গে নিয়োগ করা হবে ৯১৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে।
মাসিক বেতন
কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী, এই পদে প্রার্থীদের মাসিক বেতন হবে ২৫ হাজার টাকা।
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স ১৮ বছর। আবেদনের সর্বাধিক বয়স ৩২ বছর। সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।