চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বড় চাকরির সুযোগ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। মোট ২৪০টি পদে নিয়োগ করা হবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। আবেদন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১১ জুন। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্য়মে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা না হলেও, তা খুব তাড়াতাড়িই করা হবে বলে জানানো হয়েছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in-এ গিয়ে আবেদন করতে হবে। এই শূন্যপদে আবেদনের জন্য ১১৮০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের মাত্র ৫৯ টাকা আবেদন ফি জমা দিতে হবে। প্রার্থীদের বেছে নেওয়া হবে লিখিন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।