এবার চাকরির বিজ্ঞপ্তি অয়েল ইন্ডিয়া লিমিটেডের। একাধিক পদে কর্মী নিয়োগ করবে এই সংস্থা। আবেদনের জন্য ন্যূনতম বয়স হতে হবে ২৪। আর কী কী লাগবে, জেনে নিন।
পদ
কেমিস্ট, ড্রিলিং ইঞ্জিনিয়ার, ফায়ার সেফটি অফিসার, একাধিক পদে নিয়োগ করবে
শূন্যপদ
মোট ৭টি পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স হতে হবে ২৪। সর্বাধিক ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।
বেতন
ফায়ার সেফটি অফিসারদের মাসিক বেতন হবে ৭০ হাজার টাকা। ড্রিলিং ইঞ্জিনিয়ারদের বেতন ৮০ হাজার ও কেমিস্ট পদে বেতন হবে ১ লক্ষ টাকা।
কীভাবে নিয়োগ
আগামী ১৭ জুলাই রাজস্থানে অয়েল হাউজে গিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে হবে। সকাল ৯টা থেকে ১১টার মধ্যে আবেদনকারীরা হাজির থাকতে হবে। ১০০ নম্বরের পরীক্ষা হবে।
আরও পড়ুন: জিএসটিতে বড় ছাড়! দাম কমবে টিভি, মোবাইল, ওয়াশিং মেশিনের
ঠিকানা
অয়েল হাউজ, ২এ, ডিস্ট্রিক্ট শপিং সেন্টার, সরস্বতী নগর, বাসনি, যোধপুর, ৩৪২০০৫, রাজস্থান