North Eastern Railways Recruitment 2022: ভারতীয় রেল একাধিক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। কোভিডের জেরে গত দুই বছরে রেলে নিয়োগ কার্যত বন্ধ থাকলেও ফের তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
উত্তর - পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জুনিয়র টেকনিক্যাল অ্য়াসোসিয়েট পদে লোক চাওয়া হয়েছে। ২২ জুন থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। আবেদনের সময়সীমা ৫ জুলাই।
BOB Recruitment 2022 :ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর শূন্য পদে নিয়োগ, আবেদনের সময়সীমা ১২ জুলাই
মোট ২০টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। এই নিয়োগ হবে চুক্তিভিত্তিক। তবে চুক্তির নবীকরণ হতে পারে।
জুনিয়র টেকনিক্যাল অ্য়াসোসিয়েট
মোট পদ ১৫টি
জুনিয়র টেকনিক্যাল অ্য়াসোসিয়েট (ইলেক্ট্রিক্যাল)
মোট পদ ২টি
জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (সিগন্যাল)
মোট পদ ৩টি
আবেদনকারীর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
উত্তর-পূর্ব রেলের ওয়েবসাইট ner.indianrailways.gov.in - ক্লিক করুন। পেজের ওপের ‘Recruitment’ অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করুন। প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করে অনলাইনে পরীক্ষার ফি জমা দিন। পূরণ করা ফর্মটি অবশ্যই প্রিন্ট করিয়ে রাখুন।