রেলের চাকরিপ্রার্থীদের (Railway Recruitment 2022) জন্য সুখবর। নতুন বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল (Eastern Railway)। অষ্টম শ্রেণি পাস (Eight Pass) করলেই অনলাইনে আবেদন করতে পারেন। পূর্ব রেলের শিক্ষানবীশ পদে (Intern) লোক নেওয়া হবে।
দীর্ঘদিন ধরে রেলের চাকরির অপেক্ষায় আছেন যারা, তারা এবার এই পদে আবেদন করতে পারবেন। মোট ২৯৭২টি শূন্যপদ ঘোষণা করেছে পূর্ব রেল। এই পদে আবেদন শুরু হয়েছে ১১ এপ্রিল থেকে। অ আবেদনের শেষ তারিখ ১০ মে।
এই পদে আবেদন করার জন্য ৫০ শতাংশ নম্বর সব কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়া অন্য পদের জন্য অষ্টম শ্রেণি পাশ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের যোগ্যতা থাকতে হবে। rrcer.com এই ওয়েবসাইটে গিয়ে পদগুলির জন্য অনলাইনে আবেদন করাও যাবে। ওয়েবসাইটে গিয়ে আবেদন করার আগে আর কী কী লাগবে, দেখে ফর্ম জমা দিতে হবে।
আরও পড়ুন: এলআইসির আইপিও ঘোষিত হল, আবেদন করা যাবে ৯ মে পর্যন্ত
এই চাকরির জন্য কোনও পরীক্ষা দিতে হবে না। যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। পূর্ব রেলের অধীনে নির্বাচিত প্রার্থীদের শিক্ষানবিশ নিয়ম অনুযায়ী মাসিক স্টাইপেন দেওয়া হবে।