আজ, বুধবার প্রকাশিত হবে নিট ২০২২ পরীক্ষার (NEET UG 2022 Result) রেজাল্ট এবং উত্তরপত্র। আগেই NTA বুধবার এই রেজাল্ট প্রকাশের কথা জানায়। অফিশিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in থেকে জানা যাবে এই রেজাল্ট। পাশাপাশি, রেজাল্ট প্রকাশের পর ক্যাটাগরি ভিত্তিক কাট অফও জানা যাবে। উল্লেখ্য, বুধবার থেকেই মিলবে রেজাল্ট ডাউনলোডের সুযোগও।
জানা গিয়েছে, শুধু রেজাল্ট নয়। ওয়েবসাইটে ছাত্রছাত্রীদের সুবিধার্থে দেওয়া থাকবে উত্তরপত্র। তবে এখানে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। NEET UG 2022 স্কোরকার্ডে প্রার্থীর ব্যক্তিগত বিবরণ, বিষয়ভিত্তিক স্কোর, মোট স্কোর, অল ইন্ডিয়া কোটা (AIQ) র্যাঙ্ক এবং শতাংশের উল্লেখও থাকবে।
এবারের NEET UG 2022 পরীক্ষায় মোট ১৮,৭২,৩৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। চলতি বছরের ১৭ জুলাই দেশজুড়ে এই পরীক্ষার আয়োজন করে NTA।