এবার রাজ্য সরকারের কর্মসংস্থানের সুযোগ। জেলাশাসকের অফিসে কর্মী নিয়োগ হচ্ছে। মিড-ডে-মিল প্রকল্পের অধীনে এই নিয়োগ করা হবে। অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা
পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক ও কালেক্টর অফিসে নিয়োগ করা হবে।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট
শূন্যপদ
৩টি শূন্যপদে নিয়োগ করা হবে
যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে
বয়স
২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রার্থীর বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে।
বেতন
এই পদে মাসিক বেতন হবে ১১ হাজার টাকা।
আবেদন
আলাদা করে কোনও আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন সিভি ও অন্য নথি নিয়ে মুখবন্ধ খামে আবেদনপত্রের সঙ্গে জমা দিলেই হবে।
নিয়োগস্থল
আরও পড়ুন: এখনও বহাল ৬১৮ জনের চাকরি, আদালতে দাবি এসএসসির
গড়বেতা ২ নং ব্লক, দাসপুর ২ নং ব্লক ও শালবনি ব্লকে নিয়োগ হবে
ইন্টারভিউ
New Conference Hall, Administrative, Building, Collectorate, Paschim Medinipur
২৭ ফেব্রুয়ারি, ২০২৩