নয়া চাকরির সন্ধান দিল এডিটরজি বাংলা(Editorji Bangla Job News)। বিধাননগর পুরনিগমে চুক্তির ভিত্তিতে মেডিকেল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।
BMC Recruitment 2023: শূন্যপদ-
মোট ৬টি শূন্যপদ রয়েছে বলেই খবর।
BMC Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা-
মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস করা থাকতে হবে প্রার্থীদের। জেনারেল মেডিসিনে(General Medicine) পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেও করা যাবে আবেদন। পাশাপাশি, যে কোনও হাসপাতাল বা ক্লিনিকে প্র্যাকটিসের ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।
BMC Recruitment 2023: বেতন-
প্রতি মাসে বেতন মিলবে ২৪,০০০ টাকা।
BMC Recruitment 2023: মেয়াদ-
আপাতত ১ বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে তা বাড়তে পারে বলে খবর।
BMC Recruitment 2023: নির্বাচন পদ্ধতি-
সাক্ষাৎকারের মাধ্যমেই নির্বাচিত হবেন প্রার্থীরা। কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
BMC Recruitment 2023: আবেদন পদ্ধতি-
ইন্টারভিউয়ের দিন যাবতীয় তথ্য-সার্টিফিকেট নিয়ে হাজির হতে হবে বিধাননগর পুরনিগমে।
BMC Recruitment 2023: সাক্ষাৎকারের স্থান-
পঞ্চম তলা, কনফারেন্স হল, পৌর ভবন, এফডি-৪১৫এ, সেক্টর ৩, সল্টলেক, কলকাতা-১০৬
BMC Recruitment 2023: সাক্ষাৎকারের তারিখ-
সাক্ষাৎকারের জন্য ৩১ জানুয়ারি দুপুর ১২টায় উল্লিখিত ঠিকানায় পৌঁছে যেতে হবে।