ডিপার্টমেন্ট অফ অটমিক এনার্জি (DAE) তে নিয়োগ বিবৃতি প্রকাশিত হল। ভারতের যেকোনও চাকরি প্রার্থী তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। রইল বিস্তারিত।
পদের নাম- জুনিয়র পারচেস অ্যাসিসটেন্ট এবং জুনিয়র স্টোর কিপার।
শূন্যপদ- ৬২ টি
শিক্ষাগত যোগ্যতা - বিজ্ঞান অথবা কমার্স বিভাগে ৬০% নম্বর নিয়ে স্নাতক পাশ এবং ইঞ্জিনিয়রিং এর ডিপ্লোমাতে ৬০% নম্বর থাকলেও আবেদন করা যাবে।
বেতন- কেন্দ্রীয় সরকারের পে কমিশনের নিরিখে বেতন ২৫ হাজার থেকে ৮১ হাজার পর্যন্ত
বয়স- বিশেষ ভাবে উল্লেখিত বয়স হতে হবে ১৮ থেকে সর্বোচ্চ ২৭ পর্যন্ত। প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে ১৫-০৫-১৯৯৬ থেকে ১৫-০৫-২০০৫ সালের মধ্যে।
আবেদন পদ্ধতি- যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইট লিঙ্ক (https://dpsdae.formflix.in)
আবেদনের শেষ দিন-
২২এপ্রিল থেকে ১৫মে পর্যন্ত