WBCS Examination:জেনে নিন কীভাবে WBCS প্রিলির অ্যাডমিড কার্ড ডাউনলোড করবেন

Updated : Jun 05, 2022 07:33
|
Editorji News Desk

২০২২ সালের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS 2022)-এর প্রিলিমিনারি পরীক্ষার (WBCS Preliminary Examination) অ্যাডমিট কার্ড (Admit Card) হাতে হাতে পরীক্ষার্থীদের দেওয়া হবে না। তা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্টআউট করে নিতে হবে।

এবছর ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ জুন রাজ্যে সিভিল সার্ভিসের নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। ওই দিন অর্থাৎ রবিবার বেলা ১২ টা থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা চলবে।

Burdwan Crime News: প্রেমে 'প্রত্যাখ্যান', প্রেমিকার বাড়ি বোমা যুবকের

ইতিমধ্যে পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ড ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। সেই অ্যাডমিড কার্ড পরীক্ষার্থীরা কমিশনের ওয়েসবাইট থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

কীভাবে ওয়েবসাইট থেকে পরীক্ষার অ্যাডমিড কার্ড ডাউনলোড করবেন তা জেনে নিন।

প্রথমে আপনাকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC)-এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in - এ যেতে হবে।

ওয়েবসাইটে গিয়ে ক্লিক করুন ‘DOWNLOAD ADMIT CARD OF COMPUTER TYPE TEST (CLERKSHIP EXAM, 2019)’-এ।

এবার 'Select Advertisement No.'-এর ড্রপডাউন বক্সে ক্লিক করুন এবং 'West Bengal Civil Service (Executive) etc. (preli) Examination, 2022' সিলেক্ট করুন।

এরপর 'Enter Your Enrollment No.' এবং 'Date of Birth'-লিখে 'Login'-এ ক্লিক করুন।

লগইন করার পর দেখবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন দেখাবে। সেই অপশনে ক্লিক করে অ্যাডমিড কার্ডের সফট কপি ডাউনলোড করুন এবং সেটির প্রিন্ট আউট বের করে নিন।


ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে প্রিলিমিনারি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের কী কী নথি আনতে।

পরীক্ষার্থীকে নিজের দুটি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি নিয়ে যেতে হবে। এছাড়া পরিচয়ের প্রমাণপত্র হিসেবে পরীক্ষার্থী নিচে উল্লেখিত নথিগুলির মধ্যে যে কোনও একটি নিয়ে যেতে পারবেন -

১) মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট
২) পাসপোর্ট
৩) প্যান কার্ড
৪) আধার কার্ড
৫) ভোটার কার্ড
৬) ড্রাইভিং লাইসেন্স

ফটো ও পরিচয়ের প্রমাণপত্রের সঙ্গে পরীক্ষার্থীকে অবশ্যই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে যেতে হবে।

West BengalCivil Service exam

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি