সরকারি চাকরি করতে চান! চুক্তিভিত্তিক কর্মীনিয়োগ করছে কলকাতা পুরসভা। সম্প্রতি পুরসভার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শূন্যপদ
২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যানালিস্ট ও ড্রাইভার।
কীভাবে নিয়োগ
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মীদের। দুটি পদে আবেদনের জন্য বাংলায় কথা বলা ব্যক্তির প্রয়োজন।
শিক্ষাগত যোগ্যতা
অ্য়ানালিস্ট পদে আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজিতে স্নাতক হতে হবে। টেকনোলজিতে স্নাতক হলেও আবেদন করা যাবে। ড্রাইভার পদের জন্য অষ্টম শ্রেণি পাস করা বাধ্যতামূলক।
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৮। সর্বাধিক বয়স হতে হবে ৪০।
বেতন
অ্যানালিস্ট পদের জন্য প্রতি মাসে ২০ হাজার টাকা বেতন। ড্রাইভার পদে মাসিক বেতন ১১,৫০০ টাকা।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ কুণাল ঘোষের, পাল্টা সরব বিজেপি
ইন্টারভিউয়ের দিন
অ্যানালিস্ট পদে ইন্টারভিউ হবে ২০ মার্চ। ড্রাইভার পদে ইন্টারভিউ ২১ মার্চ। বিজ্ঞপ্তিতে ঠিকানা দেওয়া আছে। সকাল ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে। ইন্টারভিউয়েক দিন আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে।