কল্যাণী AIIMS-এ চাকরির সুযোগ। যে কোনও জেলার চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন।
পদের নাম
ব্লাড সেন্টার টেকনিশিয়ন
শূন্যপদ
২টি
শিক্ষাগত যোগ্যতা
মেডিক্যাল ল্যাবটারি টেকনোলজিতে ডিপ্লোমা অথবা ট্রান্সফিউশন মেডিসিন কিংবা ব্লাড ব্যাঙ্ক টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে।
মাসিক বেতন
২৬ হাজার ১০০ টাকা
আরও পড়ুন - WBMSCL-এ ইঞ্জিনিয়ার নিয়োগ, মাসিক বেতন ৩৫ হাজার টাকা
বয়সসীমা
২১ বছর থেকে ৩০ বছর
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি
সাধারণ প্রার্থীদের জন্য ৫০০ টাকা এবং তফশিলি জাতি, উপজাতির জন্য ২৫০ টাকা ফি ধার্য করা হয়েছে।
আবেদনের ঠিকানা
The Administrative Officer, Recruitment Cell, All India of Medical Sciences, kalyani NH-34 Conneector, Basantapur, Saguna Nadia, West Bengal- 741245
আবেদনের শেষ তারিখ
৩ অগাস্ট ২০২৩