রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে। এবার চুক্তিভিত্তিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যে কোনও জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম - সাব অ্যাস্টিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর
শূন্য পদ - ৩টি
শিক্ষাগত যোগ্যতা
সাব অ্যাস্টিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা নিয়ে পাশ করতে হবে। একই সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনের জন্য স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমার্স নিয়ে পাশ করতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
স্নাতক পাশ করলেই ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করা যাবে।
বেতন
সাব অ্যাস্টিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে প্রতিমাসে ৩০ হাজার টাকা বেতন। অ্যাকাউন্ট্যান্ট পদে বেতন ২৫ হাজার টাকা। ডেটা এন্ট্রি অপারেটর পদে ১১ হাজার টাকা।
বয়স
প্রার্থীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে। তফশিলি জাতি, উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছু ছাড় পাবেন।
আরও পড়ুন - সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইন্সটিটিউটের শূন্যপদে নিয়োগ, মাসিক বেতন ২৫ হাজারের বেশি
আবেদন পদ্ধতি
jalpaiguri.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
আবেদনের তারিখ
৩০ মার্চ ২০২৩ থেকে আবেদন শুরু হবে।আবেদনের শেষ তারিখ ১৩ এপ্রিল ২০২৩।