কিছুদিন আগেই হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি (ITBP recruitment 2022) । সম্প্রতি, ফের নতুন করে কর্মী নিয়োগের (Job) বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে । এবার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ফার্মাসিস্ট) পদের জন্য আবেদন করতে পারেন যোগ্য প্রার্থীরা । ২৫ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে । আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ নভেম্বর । আগ্রহী প্রার্থীরা আইটিবিপি-র অফিশিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in.-এ গিয়ে আবেদন করতে পারেন ।
অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ফার্মাসিস্ট) জন্য ২৪টি শূন্যপদ রয়েছে ।
প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে ।
আরও পড়ুন, WBPSC Recruitment 2022: PSC-এ কর্মী নিয়োগ, রসায়নে মাস্টার্স থাকলে এখনই করে ফেলুন আবেদন
প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে পদার্থবিদ্যা,কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে ক্লাস টুয়েলভ পাশ করতে হবে । এছাড়া, প্রার্থীদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দ্বারা স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে ডিপ্লোমা থাকতে হবে ।
ইউআর, ওবিসি ক্যাটগরির পুরুষ প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা । আর এসসি বা এসটি বা মহিলাদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না ।