ফের চাকরির সুযোগ রাজ্যে। এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড টুরিজম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরসিটিসি।
পদের নাম
ট্যুরিজম মনিটরস
শূন্য পদ
মোট শূন্য পদ আটটি
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ট্যুরিজমের তিন বছরের ব্যাচেলর ডিগ্রি অথবা তিন বছরের যে কোনও বিষয়ে ডিগ্রির সঙ্গে এক বছরে ট্রাভেল এন্ড ট্যুরিজমের ডিপ্লোমা করতে হবে। সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
বয়স
সর্বোচ্চ বয়স হবে ২৮ বছরের মধ্যে। তফশিলি জাতি-উপজাতিরা বয়সের ক্ষেত্রে কিছু ছাড় পাবেন।
বেতন
প্রতি মাসে বেতন ধার্য করা হয়েছে ৩০ হাজার টাকা।
আবেদন
অনলাইন ওয়েবসাইটে (www.irctc.co.in) গিয়ে ফর্মটি ডাউনলোড করে প্রয়োজনীয় নথিপত্র-সহ ইন্টারভিউ দিতে যেতে হবে।
আরও পড়ুন - DM অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ২৫ হাজার
ইন্টারভিউয়ের স্থান
Hotel Polo Floater 9, Jetty, 10 Strand Road, B.B.D Bagh, Kolkata - 700001
ইন্টারভিউয়ের তারিখ
৫ এপ্রিল ও ৬ এপ্রিল ২০২৩
নিয়োগ স্থল
গুয়াহাটি, বিহার এবং কলকাতা