রেল ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC তে চলছে নিয়োগ। একাধিক ক্ষেত্রে লাগবে কর্মী৷ সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তিই প্রকাশ করেছে Indian Railway Catering and Tourism Corporation, রইল বিস্তারিত সমস্ত খুঁটিনাটি৷ এই ক্ষেত্রে দিতে হবে না কোনও পরীক্ষা
পদের নাম - সিনিয়র এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ পদে চলছে নিয়োগ।
বয়সসীমা- IRCTC এর বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারির নিরিখে ৫৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের শেষ দিন- ২৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন।
আবেদন মূল্য- এই পদে আবেদনের জন্য কোনও মূল্য লাগবে না।
নির্বাচন পদ্ধতি- deputation@irctc.com এই ইমেল আইডিতে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে।
শূন্যপদ- ৩ টি শূন্যপদে নিয়োগ হবে