কয়েক হাজার অ্য়াপ্রেন্টিস নিয়োগ করবে পশ্চিম মধ্য রেল। ওই পদগুলির জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন করতে পারেন ইচ্ছুকরা। জেনে নিন ওই পদগুলির জন্য বিস্তারিত তথ্য।
মোট শূন্যপদ-
মোট অ্য়াপ্রেন্টিস পদে ৩৩১৭ জনকে নিয়োগ করা হবে।
কোথায় কত শূন্যপদ?
শিক্ষাগত যোগ্যতা-
অ্য়াপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনকারীদের অন্তত দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এছাড়াও সমতুল কোনও পরীক্ষায় সরকার স্বীকৃত কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে কয়েকটি পদের জন্য উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এর সঙ্গে রসায়ন, পদার্থবিদ্যা এবং জীববিদ্যা বিষয়টি পাঠ্যক্রমে রাখতে হবে।
কীভাবে নিয়োগ তালিকা তৈরি করা হবে?
প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। এবং দশম শ্রেণি এবং অন্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন ফি-
জেনারেল ক্যাটাগরির আবেদনকারীদের জন্য আবেদনফি রাখা হয়েছে ১৪১টাকা। তবে তপশিলি জাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের ৪১ টাকা আবেদন ফি রাখা হয়েছে।
কতদিন পর্যন্ত আবেদন করা যাবে?
অ্য়াপ্রেন্টিস পদের জন্য ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুকরা।