চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। একাধিক পদে নিয়োগ করবে ভারতীয় রেল, সঙ্গে মিলবে মোটা টাকার বেতন। পূর্ব রেল, এবং ভারতীয় রেলের তরফে সম্প্রতি নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। যেকোনও ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দাই আবেদন করতে পারবেন।
পদের নাম - ALP, জুনিয়র ইঞ্জিনিয়র, ট্রেন ম্যানেজার, টেকনিশিয়নস
মোট শূন্যপদ- ৬৯৮টি
শিক্ষাগত যোগ্যতা - সব মিলিয়ে মোট ৬৯৮ টি শূন্যপদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনোটির জন্য মাধ্যমিক পাস, কোনোটির জন্য আইটিআই, কোনোটির জন্য বি-টেক ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি লাগবে।
বয়স- ১ জানুয়ারি ২০২২ এর নিরিখে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৪২ এর মধ্যে। তবে ওবিসিদের জন্য ৩ বছর এবং SC-SC দের জন্য বয়সে ৫ বছর ছাড় রয়েছে।
বেতন - মাসিক বেতন ধার্য হবে কেন্দ্রীয় সরকারের পে কমিশনের লেভেল ২ এর নিরিখে।
আবেদনের শেষ তারিখ - ৩০ অগাস্ট , ২০২৩
আবেদন পদ্ধতি- ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বর্ডার অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগপদ্ধতি- কয়েকটি ধাপের মাধ্যমে যোগ্যপ্রার্থীকে বেছে নেওয়া হবে। যেমন CBT টেস্ট, মেডিকেল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি।