ভারতীয় রেলে একাধিক পদে নিয়োগ করা হবে। পদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদনের পদ্ধতি সব জেনে নিন বিশদে।
শূন্যপদ
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪২০০ পদে নিয়োগ করা হবে। কনস্টেবল পদেও নিয়োগ করা হবে।
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স ১৮ বছর। ১ জুলাই, ২০২৪-এর মধ্যে আবেদনকারীর সর্বাধিক বয়স হতে হবে ২৮ বছর।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য মাধ্যমিক পাস করা থাকলেই হবে।
বেতন
এই পদে যোগ্য প্রার্থীরা ২১,৭০০ টাকা করে পাবেন।
কীভাবে নিয়োগ
কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।
আবেদন ফি
এই পদে আবেদনে জন্য জেনারেল প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। সংরক্ষিত প্রার্থীদের আবেদনের জন্য আবেদন ফি ২৫০ টাকা। অনলাইনে আবেদন করতে হবে।