ভারতীয় নৌবাহিনীতে অগ্নিপথ প্রকল্পের অধীনে এমআর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তি অনুসারে নৌবাহিনী এমআরের ২০০টি পদে অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীদের নিয়োগ করার ঘোষণা হয়। পদগুলিতে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ জুলাই থেকে। এই পরিস্থিতিতে ফের ভারতীয় নৌসেনায় প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
গত ৬ অগাস্ট ২০২২ থেকে আবেদন জমা নেওয়ার কাজ শুরু হয়েছে, চলবে ৬ সেপ্টেম্বর ২০২২
ভারতীয় নৌসেনায় মোট ১১২টি ট্রেডসম্যান মেট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সারা দেশে এই পদগুলিতে নিয়োগ করবে ইন্ডিয়ান নেভি। সারা ভারতের চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারেন।
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি পাশ ছাড়াও ITI পাশের শংসাপত্র থাকতে হবে। এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে
চাকরিপ্রার্থীদের বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।
ভারতীয় নৌসেনার ট্রেডসম্যান মেট পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই ভারতীয় হতে হবে। এইক্ষেত্রে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না চাকরিপ্রার্থীদের।
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার পর একটি লিখিত পরীক্ষা দিতে হবে। সেই লিখিত পরীক্ষার মানের ওপর ভিত্তি করে হবে নিয়োগ।
উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট www.andaman.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারেন | নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনও জিজ্ঞাসা থাকলে এখানেই সব প্রশ্নের উত্তর পাবেন। আবেদনের জন্য প্রার্থীকে দশম শ্রেণি পাশ হতে হবে চাকরিপ্রার্থীদের। বিজ্ঞপ্তি অনুসারে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীরের ২০০টি পদে নিয়োগ করা হবে। যার জন্য কেবল অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন।